Advertisement

Responsive Advertisement

মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করলো গেজেটেড অফিসার্স সঙ্ঘ

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী: গেজেটেড অফিসার্স সঙ্ঘের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহার কার্যালয়ে দুইটি বিন্দু সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক দেবাশীষ রায়, ট্রেজারার পবিত্র দাস, অফিস সম্পাদক সুমন্ত নন্দী সহ অন্যান্যরা। 
এদিন স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গেজেটেড অফিসার্স সঙ্ঘ এই রাজ্যের জনগণের হিতৈষী এবং রাজ্য সররকারের সাথে সর্বদা পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসা একটি রাষ্ট্রবাদী আধিকারিক সংগঠন। জি.ও.এস রাজ্য সরকারের সকল জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের সফল এবং বাস্তব রূপায়ণে সর্বদা সদর্থক ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও করে যাবে। গেজেটেড অফিসার্স সঙ্ঘ  ২০১৬ সাল থেকেই জনগণের স্বার্থে কাজ করে আসছে। ২০১৭ সালের ৬ আগষ্ট এই রাজ্যের এক বিশেষ প্রেক্ষাপটে জনহীতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গেজেটেড অফিসার্সদের সমন্বয়ে গঠিত হয় 'গেজেটেড অফিসার্স সঙ্ঘ, ত্রিপুরা প্রদেশ'। ২০১৮ সালে এই সংস্থাটি সোসাইটি রেজিষ্ট্রেশন এ্যাক্ট দ্বারা স্বীকৃতি লাভ করে এবং পরবর্তীকালে অর্থাৎ ২০২০ সালে রাজ্য সরকারের অধীনে একটি সার্ভিস এসোসিয়েশন হিসেবে নিবন্ধীকৃত হয়। রাষ্ট্রঋষি দত্তোপন্থ ঠেংরীজীর পথপ্রদর্শনে এবং বীর সন্যাসী স্বামী বিবেকানন্দের ত্যাগ, তিতিক্ষা আর মহান আদর্শই জি.ও.এস এর মূল চালিকাশক্তি। জাতীয়তাবোধ আর রাষ্ট্রহীত সর্বোপরি এই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে, রাষ্ট্রহীত, উদ্যোগহীত এবং আধিকারিকহীতে স্বত:স্ফূর্তভাবে নিয়োজিত থেকে সমাজের অন্তিম ব্যক্তির জন্য গেজেটেড অফিসার্স সঙ্ঘ নিরন্তর কাজ করে আসছে। এই স্মারকলিপিতে যে দুইটি বিন্দুর উল্ল্যেখ করা হয় সেগুলি হলো, ২০২১ সালের ২২ জুন তারিখের নির্দেশিকা মূলে রাজ্যের কর্মচারীদের দেওয়া এডহক প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসেবে স্বীকৃতি প্রদান করা দেওয়া এবং যে সকল এডহক প্রমোশনপ্রাপ্ত কর্মচারী অবসরে গেছেন তাদের সমস্ত পেনশনারী সুবিধা প্রদান করা। অতিসত্বর কেন্দ্রীয় সরকারের ন্যায় রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠন করা এবং রাজ্য সরকারী কর্মচারী ও পেনশনারদের সকল আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা করা। আগামী ৩১শে অক্টোবর ২০২৫ এর মধ্যে রাজ্যের সকল সরকারী কর্মচারী ও পেনশনারদের কেন্দ্রীয় সরকারের সাথে পুরোপুরি সামঞ্জস্য বজায় রেখে বকেয়া সমস্ত ডি.এ এবং ডি.আর প্রদান করার দাবী রাখা হয় এবং তার সাথে অনিস্পাদিত সমস্ত বেতন এবং পেনশন বৈষম্য দূর করার দাবীও রাখা হয়।
সব শেষে রাজ্যের কর্মচারী ও পেনশনারদের স্বার্থে উল্লেখিত বিষয়গুলির বাস্তব রূপায়ণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করার এবং দাবীগুলো কার্যকরী করার আবেদন রাখছে। গেজেটেড অফিসার্স সঙ্ঘের পক্ষ থেকে সকল আধিকারিকরা রাজ্য সরকারের সাথে সক্রিয় ও সদর্থক সহযোগিতার মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন সংঘঠনের অফিস সম্পাদক সুমন্ত নন্দী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ