Advertisement

Responsive Advertisement

কৃষক ও গরিব বিরোধী কেন্দ্রীয় বাজেট বলে প্রতিবাদে সারা ভারত কৃষক সভা

আগরতলা, ১ফেব্রুয়ারী : সংসদে পেশ করা এন.ডি.এ. সরকারের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট দেশের কৃষক, কৃষি এবং তার সঙ্গে যুক্ত সমস্ত ক্ষেত্রের জন্যই হতাশা জনক, এই অভিযোগ সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পদ পবিত্র করের। 
তিনি বলেন বাজেটে ফসলের নূন্যতম সহায়ক দামের কোন কথাই নেই, নেই ঋনগ্রস্ত কৃষকদের ঋন থেকে মুক্তির কোন ব্যবস্থা। সরকারের তরফে কৃষকদের উৎপাদিত ফসল ক্রয়ের কোন ব্যবস্থাও বাজেটে নেই। এমনকি ২০২৫-২৬ এর বাজেটে কৃষিখাতে বরাদ্দ ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের সংশোধিত অনুমিত ব্যয় বরাদ্দের চেয়েও কম।২০২৪-২৫ এর সংশোধিত অনুমিত ব্যয় ছিল ৩৭,৬৭২০.৪১ কোটি টাকা। অথচ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ধরা হয়েছে মাত্র ৩৭, ১৬৮৭.৩৫কোটি টাকা। রেগায় বরাদ্দ ধরা হয়েছে মাত্রট ৮৬হাজার কোটি টাকা। কেবল নির্বচনের দিকে নজর রেখে ১২লাখ টাকা আয় পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছে। সারে ভতুর্কী আবারও ছাটাই করা হয়েছে। এই বাজেট বৃহৎ পুজির মালিকদের স্বার্থে কর্পোরেট স্বার্থবাহী বাজেট।
সামগ্রিক ভাবে এবারের বাজেটেও কৃষি ও কৃষকদের আরেকবারও বঞ্চনা করার ব্যবস্থা রেখেছে মোদী সরকার। কৃষক সহ গ্রামীন ও শহরে গরীব জনগনকে বঞ্চনার এই বাজেটের প্রতিবাদে আগামী ৫ই ফেব্রুয়ারী সারা দেশে বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ সংগঠিত করার আহবান জানিয়েছে সারা ভারত কৃষক সভা।সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি ৫ই ফেব্রুয়ারী কৃষক ও শ্রমজীবী বিরোধী এই কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে রাজ্যের সর্বত্র বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ সংগঠিত করতে কৃষক সহ সমস্ত অংশের শ্রমজীবী মানুষের প্রতি আহবান জানাচ্ছে বলেও জানান। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ