Advertisement

Responsive Advertisement

এক বাংলাদেশী নাগরিক ও এক নেশা পাচারকারীকে গ্রেফতার করল এডি নগর থানার পুলিশ


আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: মাত্র কুড়ি ঘন্টার ব্যবধানের দুটি পৃথক অভিযান চালিয়ে এক বাংলাদেশী নাগরিক এবং নেশা সামগ্রীসহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হল এডি নগর থানার পুলিশ। দুই ঘটনায় ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে পৃথক পৃথক ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার এডি নগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন।
সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুটি পৃথক অভিযানে এক বাংলাদেশী নাগরিক এবং প্রচুর নেশা সামগ্রী সহ এক ড্রাগ পেডেলারকে জালে তুলতে সক্ষম হয়েছে এডি নগর থানার পুলিশ। মঙ্গলবার এডি নগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, সোমবার দুপুরে তাদের কাছে খবর আসে, ক্যাম্পেরবাজারের গজারিয়া এলাকায় এক বাংলাদেশী যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে এডি নগর থানা, আমতলী থানা এবং বিএসএফের জোয়ানদের নিয়ে একটি টিম দল গঠন করে এডি নগর থানার পুলিশ। এই যৌথ টিমটি গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম আলিফ হোসেন। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার অধীন। গত বেশ কিছুদিন ধরে সে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় এসে বসবাস করছিল। গজারিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ফের বাংলাদেশের চলে যাওয়ার চেষ্টা করছিল সে। পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে ভারতীয় মুদ্রায় আট হাজার টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করেছে। এডি নগর থানার ওসি আরো জানান, একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত বাংলাদেশী যুবককে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
এডি নগর থানার পুলিশ আধিকারিক বিজয় দাস আরো জানান, মঙ্গলবার তারা খবর পান যে ক্যাম্পের বাজার গজারিয়া এলাকার বিপ্লব দে'র বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস এবং নেশা জাতীয় সামগ্রী রয়েছে। এই খবরের ভিত্তিতে এদিন এডি নগর থানার পুলিশ গজারিয়ার বিপ্লব দের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ বিপ্লব দের বাড়ি থেকে প্রচুর ড্রাগস এবং নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ বিপ্লব দে কে গ্রেফতার করে। এদিন এডি নগর থানার পুলিশ আধিকারিক জানান, দীর্ঘদিন ধরে বিপ্লব দের বিরুদ্ধে নেশা সামগ্রী পাচার ও বিক্রির অভিযোগ ছিল। তাকে খোঁজাও হচ্ছিল। অবশেষে মঙ্গলবার তাকে জালে তোলা সম্ভব হল। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে মঙ্গলবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। এদিন এডি নগর থানার পুলিশ আধিকারিক আরো জানান ,ধৃত নেশা কারবারি বিপ্লব দে কে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আর কারা জড়িত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে পুলিশ। তারপর তাদেরও জালে তোলার চেষ্টা করবে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ