আগরতলা, ২৬ ফেব্রুয়ারী : সারা রাজ্যের প্রতিটি জেলাতেই এখন এআরসি পদ্ধতিতে চাষ করা আলু জমি থেকে তোলা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে ডুকলি কৃষি মহকুমার অন্তর্গত পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতে বসবাসরত আর সি পদ্ধতিতে আলু চাষকারি কৃষকদের জমি থেকে আলু তোলা শুরু হয়েছে। বুধবার এই উপলক্ষে পাণ্ডবপুর এলাকায় "এআরসি আলু চাষ" বিষয়ক একটি "ক্ষেত্র দিবস" অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুজিত দাস, রাজ্যে এই আলু চাষের পদ্ধতি নিয়ে আসা প্রতিষ্ঠান রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের আধিকারিক অরিন মজুমদার, ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ড দেবব্রত পালসহ অন্যান্য কৃষি আধিকারিকরা। এই অনুষ্ঠানে কৃষকদের সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময় এবং কৃষকের জমিতে ফসল কাটার পরীক্ষাও পরিচালিত হয়। যেখানে ২৫ মিটার বর্গক্ষেত্রে ৭৫ দশমিক ১০২ কেজি ফলন রেকর্ড করা হয়েছে, যা প্রায় ৩০ দশমিক ৪০ মেট্রিক টন প্রতি হেক্টর। এআরসি আলু থেকে প্রাপ্ত ফলন স্থানীয় অন্যান্য পাওয়া আলুর জাতের তুলনায় প্রায় দ্বিগুণ। এই উৎপাদন দেখে কৃষকরা খুশি ব্যক্ত করেন। আগামী দিনেও এই আলু চাষের বিষয়ে আগ্রহ দেখান তারা।
এই প্রসঙ্গে উল্লেখ্য রাজ্যে আলু বীজের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র বিশেষ করে এই গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড রাজীব ঘোষের অবদান অন্যতম। উনার তত্ত্বাবধানেই আলু চাষের প্রযুক্তি নিয়ে আসা হয়েছে রাজ্যে এবং কৃষকরাও ব্যাপক ভাবে লাভবান হচ্ছেন।
0 মন্তব্যসমূহ