Advertisement

Responsive Advertisement

স্কুলে চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত চোরের



আগরতলা, ১০ ফেব্রুয়ারী : নবোদয় বিদ্যালয়ে হাত সাফাই করতে গিয়ে গনপিটুনিতে একে বারে বেঘোরে প্রাণ হারালো এক চোর। তার নাম বাবুল মিয়া(৩৫)। বাড়ি মুজাফর কলোনি এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলোনিয়া বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন। গনপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয় চত্বরে। জানা যায়, বাবুল মিয়া বিদ্যালয়ের পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এই বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ