আগরতলা, ১ ফেব্রুয়ারী : আবারো আমতলী বাইপাসে যান দুর্ঘটনা। দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক যুবক ও এক যুবতী। শনিবার বাইপাস রবীন্দ্রনগর রায়পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার এন্ড ইমার্জেন্সি দপ্তরের আনন্দনগর শাখার কর্মীরা। এদিকে গোলবাজার ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে যায়। ফায়ার এন্ড ইমার্জেন্সি বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বোলেরো গাড়ির চালক পালাতক। দুর্ঘটনায় দুইটি গাড়িরই সামনের অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহত যুবক যুবতী গাড়ির ভিতর জন্ম দিনের অনুষ্ঠান করছিলো বলে জানা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বাইপাস সড়কে প্রায়ই যান দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রে চালকদের অসতর্কতা ও অতিতিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ।
0 মন্তব্যসমূহ