আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিহারের ভাগলপুর থেকে দেশের ৯ কোটি ৮০ লক্ষ অন্নদাতা গণকে কিষান সম্মান নিধির ১৯তম কিস্তি বাবৎ সরাসরি অন্নদাতাদের একাউন্টে ২২ হাজার কোটি টাকা প্রেরণ করেন। আমাদের রাজ্যের দুই লক্ষ ৭৭ হাজার ৯৭০ জন কৃষক পেয়েছেন ৫০ কোটি ৭৭ লক্ষ ৩০ হাজার টাকা। সভার শুভারম্ভ করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার সম্মানিত বিধায়ক প্রমোদ রিয়াং, কিষান মোর্চা প্রদেশ সভাপতি তথা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ প্রবন্ধ সমিতির সদস্য প্রদীপ বরণ রায়, কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ জেলার বরিষ্ট বিজ্ঞানী তথা প্রধান ডঃ বিকে নন্দা, কৃষি দপ্তরের সহায়ক অধিকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী সহ সমাজসেবী অশোক রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ বিকে নন্দা, বিধায়ক প্রমোদ রিয়াং উনার ভাষণে কৃষকের সেবায় আরো এগিয়ে আসার জন্য কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রতি আহ্বান রাখেন। প্রদেশ কিষান মোর্চার সভাপতি তথা আইসিএআর আটারি মেম্বার প্রদীপ বরন রায় কৃষিবিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠানের প্রশংসা করেন তিনি বলেন একসময় কৃষিবিজ্ঞান কেন্দ্র দক্ষিণ ত্রিপুরা কাজকর্ম সোনামুড়া থেকে সবরুম পর্যন্ত বিস্তৃত ছিল এবং তৎকালীন দক্ষিণ জেলার কৃষকের সেবায় উৎকৃষ্ট উদাহরণ রেখেছিল তিনি বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের প্রতি কৃষকের সেবায় আরো মনো নিয়োগ করতে আহ্বান রাখেন। তিনি বলেন দক্ষিণ জেলার ২১ হাজার ৯৬৫ জন কৃষক কিষান সম্মান নিধির ১৯
তম কিস্তি বাবদ ৪ কোটি ৩৯ লক্ষ ৩০০০ টাকা পেয়েছেন। বিশ্বের মধ্যে একমাত্র ভারত এমন একটি রাষ্ট্র যেখানে কৃষককে সাম্মানিক দেওয়া হয়। বিজেপি সরকারের আমলে দেশের কৃষকরা সর্বোচ্চ সম্মান পেয়েছেন তাই কৃষক সমাজ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নিকট কৃতজ্ঞ। প্রধান অতিথির ভাষণে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শুক্লা চরণ নয়াতিয়া সরকারের কৃষকের জন্য যেসব প্রকল্প হাতে নিয়েছেন তার বিস্তৃত বর্ণনা করেন তিনি বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষক সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ জেলা ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে উপস্থিত কৃষকগণকে মোদিজীর ভাষণ সম্প্রসারণ করেন। সভা শেষে উপস্থিত কৃষক গণের মধ্যে কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে কৃষি সাজ সরঞ্জাম বিনামূল্যে বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ