আগরতলা, ১৫ ফেব্রুয়ারী : ত্রিপুরা পরিক্রমায় আসেন অনুকূল ঠাকুরের প্রচারক পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেব। শনিবার সকলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জিরানিয়াস্থিত সৎসঙ্গ বিহারে গিয়ে শ্রীশ্রী আচার্য্যদেবের সঙ্গে সৌজন্য স্বাক্ষত করেন ও আশীর্বাদ নেন। সেই সাথে রাজ্যবাসীর মঙ্গলবার কামনা করেন।
0 মন্তব্যসমূহ