Advertisement

Responsive Advertisement

জৈব চাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পর্যালোচনা বৈঠক করলেন


আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: রাজ্যে জৈব চাষকে আরো সম্প্রসারিত করতে এবং রাজ্যে জৈব পদ্ধতিতে চাষের ফলে উৎপাদিত পণ্য সামগ্রী যাতে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া যায় তার জন্ম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধীনে মিশন অর্গানিক নামে একটি পৃথক সেল গঠন করা হয়েছে। রাজ্যের উৎপাদিত জৈব পণ্য সামগ্রী বিষয়ে জানতে এবং জৈব চাষকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বর্তমানে কেন্দ্র সরকারের এক প্রতিনিধি দল এসেছেন। এই প্রতিনিধি দলটি রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে জৈব চাষের বাস্তব পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখছেন। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জৈব চাষের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক এবং কৃষকদের নিয়ে গঠিত ফার্মার প্রডিউস কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। এদিনের এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয় কি করে জৈবচ আজকে আরো ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া যাবে এবং কৃষকরা এই পদ্ধতিতে চাষ করে আর্থিকভাবে লাভবান হবেন ও তাদের উৎপাদিত পণ্য গুলি কোথায় কোথায় বিক্রি করার সম্ভাবনা রয়েছে। এদিনের এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মিশন অর্গানিকের ডিরেক্টর রাজীব দেববর্মা, ডেপুটি ডিরেক্টর পিংকু বাসাল দেববর্মা সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ