আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : প্রদেশ কিষান মোর্চার কার্যক্রম অনুসারে জেলায় জেলায় কিষান মোর্চার কৃষক সম্মেলন ও কৃষক সংবর্ধনা অনুষ্ঠান চলছে। সোমবার ৩৮ জোলাইবাড়ি মন্ডলের কমিউনিটি হলে কিষান মোর্চার উদ্যোগে কিষান সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়। উপস্থিত ছিলেন জোলাই বাড়ি বিধানসভার সম্মানিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরী, জেলা কিষান মোর্চা সভাপতি সত্যব্রত সাহা, প্রদেশ কিষাণ মোর্চা সোশ্যাল মিডিয়া ইনচার্জ অশোক রায় বিজেপি রাজ্য কমিটির সদস্য শম্ভু মানিক এবং বিজেপি জোলাইবাড়ি মন্ডল সভাপতি সুজিত দত্ত প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা জোলাইবাড়ি মন্ডল সভাপতি জয়দেব দত্ত। প্রধান অতিথির ভাষণে রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকগণ যে সকল সুযোগ সুবিধা ভোগ করছেন তার বিস্তৃত আলোচনা করেন তিনি বর্তমান সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যারা কুৎসা রটনা ও ষড়যন্ত্র করছে তাদের থেকে কৃষক সমাজকে সতর্ক থাকতে পরামর্শ দেন। কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরন রায় ২০১৪ সন থেকে ভারতের কৃষক যে সকল সুযোগ-সুবিধা পেয়েছেন তার বিস্তারিত আলোচনা করেন, কিষান সম্মান নিধি ফসল বীমা যোজনা সয়েল হেলথ কার্ড পিএম কুসুম খাদ্য শস্যের সহায়ক মূল্য বৃদ্ধি এবং ২০১৮ সালের পর থেকে রাজ্যের কৃষকের আয় কিভাবে দ্বিগুণ হল তার তথ্যভিত্তিক বর্ণনা দেন। তিনি বলেন রাজ্যের ভয়াবহ বন্যার সময়ে যারা কৃষকের পাশে দাঁড়ায়নি যারা দেখতে আসেনি বন্যা পীড়িত কৃষকরা কিভাবে আছেন এখন আগরতলায় বসে কৃষকের জন্য মায়া কান্না করছেন। তিনি কৃষক সমাজকে পিএম কুসুম প্রকল্পের সুযোগ নিয়ে জমিতে বছরের তিনবার ফসল করতে আহ্বান জানান।
পরবর্তী কৃষক সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠানটি হয় বিলোনিয়া মন্ডলের বেতাগা কমিউনিটি হলে সেখানে সভায় উপস্থিত ছিলেন কিষান মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় কিষান মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা জেলা সম্পাদক নেপাল চন্দ্র দাস রাজ্য সোশ্যাল মিডিয়া ইনচার্জ অশোক রায় প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ৩৫ বিলোনিয়া কিষান মোর্চা সভাপতি অসীম সেন। জোলাইবাড়িতে আঠারো জন কৃষক এবং বিলোনিয়াতে পনের জনকে সম্বর্ধনা দেওয়া হয়। দুই টি সভায় মাতৃজাতির উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ