Advertisement

Responsive Advertisement

৬ দপ্তরের ৩১৫টি শূন্য পদ পুরনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

 

আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : ছয়টি দপ্তরের জন্য ৩১৫ টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা ।গত শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ২টি পোস্ট প্রোমোশন ভিত্তিক ।সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা খাদ্য ,পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আরো ৩১৫টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য মন্ত্রিসভা ।গত শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে সংশ্লিষ্ট শূন্য পদ গুলি পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।যে দপ্তর গুলির জন্য এই ৩১৫ টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলি হল ,বনদপ্তর ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ,অর্থ দপ্তর ,সমবায় দপ্তর ,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পর্যটন দপ্তর ।এই ৩১৫ টি শূন্য পদের মধ্যে ২টি শূন্য পদ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে ।সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা পর্যটন ,খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে বনদপ্তরের অধীনে ১০৪ টি ফরেস্টারের শূন্য পদ পুরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।বনদপ্তর বোর্ড তৈরি করে পরীক্ষার মাধ্যমে এই শূন্য পদগুলি পূরণ করবে। এছাড়া রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ডাইরেক্টরিতে অডিটর হিসেবে ১৪০টি শুন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।এই ১৪০টি অডিটরের পদে অর্থ দপ্তর বোর্ড গঠন করে পরীক্ষার মাধ্যমে পার্থী বাছাই করবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান ,সমবায় দপ্তরে অডিটর ,ইনভেস্টিগেটর স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি নন গেজেট ৩০টি শুন্যপথ পুরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে ৩৪টি সুপারভাইজারের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।মন্ত্রী আরো জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন দুটি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার গ্রুপে গেজেটেড শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এছাড়া পর্যটন দপ্তরের ইউডিসি পদে দুটি এবং গ্রুপ ডি পদে তিনটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, এর মধ্যে পর্যটন দপ্তরের ইউডিসি পদে দুটি শূন্য পদ প্রমোশনের ভিত্তিতে পূরণ করা হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে প্রতিটি শূন্য পদ পূরণের ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রার্থীদের পিআরটিসি বাধ্যতামূলক থাকবে ।অবিলম্বেই এই শূন্য পদগুলি পূরণ করা হবে বলে জানান মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ