আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : রাজধানীর উইমেন্স কলেজ এর এন এস এস ইউনিট'র উদ্যোগে এবার মশা নিধনের উপর সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। শহরবাসী কিভাবে মশার উপদ্রুপ থেকে রক্ষা পেতে পারেন সেই বিষয়টি তুলে ধরতে প্রচার অভিযানে নামে কলেজের এন এস এস ইউনিট। সোমবার তারা আগরতলা রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের সচেতন করে। কোন রকমের ক্যামিকেল জাতীয় পদার্থ ব্যবহার ছাড়া জৈব মশা নিরোধক উপায়ে কিভাবে মশার তান্ডব থেকে নাগরিক জীবন রক্ষা পেতে পারে সে বিষয়ের উপর লিফলেট বিতরন করা হয় । শহরবাসীকে সচেতন করার জন্যই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিছুসংখ্যক নাগরিক ইচ্ছাকৃত ভাবে আবর্জনা ড্রেনে ফেলে চলমান নর্দমার জলকে বাঁধা প্রাপ্ত করছে। ওই স্থির জলে মশার বাড়বাড়ন্তের দরুন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে । এর থেকে পরিত্রানের একমাত্র উপায় হলো সচেতনতা। তাদের এই কর্মসূচির প্রেখ্যাপটও জনসম্মুখে তুলে ধরা হয়।
0 মন্তব্যসমূহ