Advertisement

Responsive Advertisement

শহরকে যানজট মুক্ত করতে আবারো জিবি বাজারে ট্রাফিক অভিযান



আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : রাজধানী আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক অভিযান অব্যাহত রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে  সোমবার জিবি বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালায়। এদিন বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। কিছু বাইক উঠিয়ে নেয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মহিলা ট্রাফিক আধিকারিক । তিনি আরো বলেন, জিবি বাজারের আনাচে-কানাচে যত্রতত্র গাড়ি মোটর বাইক স্কুটি সহ বিভিন্ন যানবাহন পার্কিং করে চলছে জনগণ। মূলত বাজারের যানজট মুক্ত রাখতে এই অভিযান। এদিন বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক দাঁড় না করাতে সর্তক করা হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি । এখন দেখার বাস্তবে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ