Advertisement

Responsive Advertisement

তাগা'র ত্রৈমাসিক পত্রিকা কৃষি বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী :  ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির ত্রৈমাসিক পত্রিকা "কৃষিবার্তা" এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। এর উদ্বোধন করেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 
মন্ত্রী বলেন, কৃষক ছাড়া যেমন কৃষি ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়, তেমনি কৃষি দপ্তরের অফিসার সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের সহযোগিতা ছাড়া কোন অবস্থাতেই কৃষির উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার যেমন কৃষকদের উন্নয়নের স্বার্থে ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ করছে তেমনি কৃষি অফিসার কর্মচারীদের স্বার্থেও কাজ করছে।
এদিকে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার সাহা। ধন্যবাদ সূচক রক্তব্য রাখেন সমিতির সভাপতি জীবন দেববর্মা। উপস্থিত ছিলেন উদ্যান দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, কৃষি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর ও মিশন অর্গানিকের ডিরেক্টর রাজীব দেববর্মা, পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস, সমিতির পত্রিকার সম্পাদক শ্রীকান্ত নাথ সহ সমিতির সদস্য-সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ