Advertisement

Responsive Advertisement

খুব সহসাই এডভান্সড ওয়েদার রাডার পেতে চলেছে রাজ্য: মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: আজ কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সাক্ষাতকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যে আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা, প্রশাসনিক বিষয় ও বাঁশ শিল্পের সমৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
                           এর পাশাপাশি বৈঠকে আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ নিয়েও আলোচনা করেন ডাঃ সাহা। উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকে আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব তুলে ধরেছেন। 
                             সেই সঙ্গে গত বছর ত্রিপুরায় অস্বাভাবিক হারে ভারী বৃষ্টিপাতের দরুণ আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী।  
                       কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স আগামী এক বছরের মধ্যে রাজ্যে একটি অত্যাধুনিক আবহাওয়া রাডার (এডভান্সড ওয়েদার রাডার) ব্যবস্থাপনা স্থাপন করবে। যা বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের জন্য যথাযথ সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেবে এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় বিশেষভাবে সহায়তা করবে।
                         বৈঠকে ত্রিপুরা রাজ্যের বাঁশ ক্ষেত্র নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সাহাকে জানিয়েছেন যে জৈবপ্রযুক্তি ও বাঁশ ক্ষেত্রে গবেষণার জন্য থাকা আসাম (জোড়হাট) ও মণিপুরের বিশেষ প্রতিষ্ঠানগুলি বাঁশের অর্থনৈতিক সম্ভাবনাকে বৃদ্ধি করতে ত্রিপুরা সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করবে।
                            আর এই বৈঠক প্রযুক্তিগত অগ্রগতি, প্রশাসনিক সমন্বয় এবং উন্নত আঞ্চলিক সংযোগের মাধ্যমে ত্রিপুরার বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ