আগরতলা, ২২ ফেব্রুয়ারী : আবারো আগরতলা রেলস্টেশন থেকে গাঁজা উদ্ধার। শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে জিআরপি এবং আর পি এফ যুগ্ম ভাবেঅভিযান চালায়। সেই অভিযান কালে আমতলী বৈষ্ণবটিলা এলাকার রাজ কুমার সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার কালো বাজার মূল্য ২ লক্ষ টাকার উপর বলে খবর। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর জানিয়েছেন। শনিবার পুলিশ রিমান্ড চেয়ে ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়। সে এই গাঁজাগুলি ডেমু ট্রেনে করে কুমারঘাট নিয়ে যেতে চেয়েছিলো। তার সঙ্গে আর করা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনা আবারো প্রমান করে গাজা পাচারকারীরা রেল পথকে নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করছে। কিছু কিছু ক্ষেত্রে এরা ধরা পড়লেও গাজা পাচার বন্ধ হচ্ছে না।
0 মন্তব্যসমূহ