Advertisement

Responsive Advertisement

শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন




আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার। মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের ইংরেজী বিষয়ক পরীক্ষা নেওয়া হয় এদিন। সারা রাজ্যে ৬৮টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সব পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিল। মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের ইংরেজী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯,০৭৫ জন। এর মধ্যে ছাত্র ১৩,৫৪৯ জন ও ছাত্রী ১৫,৫২৬ জন। পরীক্ষায় বসেছিল ২৮,৯১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩,৪৭৬ জন ছাত্র ও ১৫,৪৪৩ জন ছাত্রী। অনুপস্থিত ছিল ৭৩ জন ছাত্র ও ৮৩ জন ছাত্রী। ছাত্রছাত্রীর উপস্থিতি হার ৯৯.৪৬ শতাংশ।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী এবং পর্ষদের ওএসডি জ্যোতির্ময় রায় এদিন আখালিয়াছড়া মাধ্যমিক বিদ্যালয়, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পটুনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। আগামী ২৭ ফেব্রুয়ারি উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি বাংলা, হিন্দি, ককবরক, মিজো বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ