Advertisement

Responsive Advertisement

ক্লাবগুলির সংস্কৃতি চর্চার উদ্যোগের প্রশংসা মেয়র দীপক মজুমদারের



আগরতলা, ৮ ফেব্রুয়ারী : রাজধানী আগরতলার রামনগর ৮ নং রোডস্থিত নবজাগরণ ক্লাব শিশু উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারেই অঙ্গ হিসাবে শনিবার বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তিনি প্রতিযোগীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান। প্রতিযোগিতা ঘিরে শিশুদের মধ্যে ভালো সাড়া পরিলক্ষিত হয়। মেয়র ক্লাবের এই ধরণের উদ্যোগের বেশ প্রশংসা করেন। 
এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মেধা ও গুণাবলী প্রকাশ করা যায়। রাজ্যের ক্লাবগুলিতে এখন বিভিন্ন সামাজিক কাজ ও সংস্কৃতি চর্চা হয়। এই সংস্কৃতির প্রশংসা করেন তিনি। একটা সময় ক্লাবগুলিতে তা ছিল না। নবজাগরণ ক্লাব বরাবরই বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে জড়িত থাকছে বলে জানান মেয়র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ