পশ্চিম জেলার উন্নয়নে দিশা বৈঠক করলেন বিপ্লব কুমার দেব
ফেব্রুয়ারী ১৮, ২০২৫
আগরতলা, ১৮ফেব্রুয়ারী: সিপাহীজলা জেলার পর, এবার পশ্চিম জেলায় দিশা বৈঠক করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজধানী আগরতলার খেজুর বাগান এলাকার সোনারতরী স্টেট গেস্ট হাউসে এই বৈঠকের আয়োজন করা হয়। সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিনের এই বৈঠকের পৌরহিত করেন। সংসদের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মিনারানী সরকার, পশ্চিম জেলার জিলার সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, ডা শৈলেশ কুমার যাদব সহ সরকারি অন্যান্য আধিকারিকরা। এদিনের বৈঠকে পশ্চিম জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ নাগরিকদের নানান সমস্যা সম্পর্কে অবগত হন সাংসদ বিপ্লব কুমার দেব। সেই সঙ্গে কি ভাবে নাগরিকদের আরও বেশি করে সুযোগ-সুবিধে প্রদান করা যায় সেই বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
এদিনের এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ কে যেন উপকৃত হন সেই দিকেই লক্ষ্য রেখে এদিনের এই বৈঠক করা হয়েছে। রাজ্যবাসীর উন্নয়নে দিবারাত কাজ করার বার্তাও দেন সাংসদ বিপ্লব। এদিনের এই বৈঠকে বিভিন্ন জায়গার জনপ্রতিবেশী এবং লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ