Advertisement

Responsive Advertisement

সাত বছর পর অবশেষে পুলিশের জালে খুনের অভিযুক্ত




আগরতলা, ২২ ফেব্রুয়ারী : দীর্ঘ প্রায় ৭ বছর পর পুলিশের জালে ধরা পাড়লো খুনের মামলায় এক অভিযুক্ত। ধৃতের নাম হোসেন আহমেদ। এন সি সি থানার পুলিশ তাকে আটক করেছে। 
পুলিশের চোখে ধুলো দিয়ে থাকা সম্ভব হয়নি, প্রায় ৭বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো একটি খুনের মামলায় মূল অভিযুক্ত আসামি। ২০১৮ সালের জুন মাসের ৫ তারিখ ভোলানন্দ পল্লী এলাকায় রেজাউল হোসেন লস্কর খুনের ৭ বছর পর অভিযুক্ত আসামী হোসেন আহমেদ কে রাজধানীর জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে এন সি সি থানার 
পুলিশ। শনিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় তাকে। এমনটাই জানান এন সি সি থানার ওসি প্রাণজিৎ মালাকার। খুন হওয়া রেজাউল হোসেন লস্কর এর বাড়ি আসামের করিমগঞ্জ এলাকায়। পেশায় সে রাজমিস্ত্রি ছিল। এদিকে হোসেন আহমেদ এর বাড়িও করিমগঞ্জে। তারা একসঙ্গেই গোর্খাবস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকতো। পুলিশ তদন্তে জানতে পারে হোসেন আহমেদ তার সঙ্গে থাকা রেজাউল হোসেন লস্কর কে খুন করে পালিয়ে যায়। কয়েকবছর করিমগঞ্জে কাটিয়ে এসে সে রাজমিস্ত্রির কাজের জন্যে পুনরায় আগরতলায় আসে। তখনই পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ