আগরতলা, ১৯ ফেব্রুয়ারী : রাজধানীর এম বি টিলা বাজারে নতুন পাকা ষ্টল নির্মাণ করা হচ্ছে। বুধবার নির্মাণ কাজ পরিদর্শনে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র বলেন , আগামী এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এর জন্যে ১ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বাজারটির উন্নতির জন্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়। আগে এখানে ২৮ জন বেবসায়ী ছিলেন। তাদের প্রত্যেকেই ষ্টল পাবেন বলে মেয়র আশ্বস্ত করেছেন। মাঝে কিছুদিন নির্মাণ কাজ বন্ধ ছিল। এখন পুনরায় তা শুরু হয়েছে। মেয়র স্থানীয় বেবসায়ী সহ বাজার কমিটির লোকেদের সঙ্গে কথা বলেন। এদিন মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর আলোক রায়, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্নান্ন আধিকারিকরা। বাজারটি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তোলা হচ্ছে বলে মেয়র জানিয়েছেন। বেবসায়ীরা সহযোগিতা করছেন। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আরো কিছু দিন সহযোগিতা করার আহ্বান জানান মেয়র । উল্লেখ্য রাজধানীর সবকয়টি বাজারেই একে একে পাকা ষ্টল নির্মাণ করা হচ্ছে। তাতে প্রকৃত হচ্ছেন বেবসাহীরা।
0 মন্তব্যসমূহ