Advertisement

Responsive Advertisement

মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের গঙ্গার পবিত্র জল কসবেশ্বরী দীঘিতে নিবেদন বিধায়ক অন্তরা



আগরতলা, ২৬ ফেব্রুয়ারী : মহাকুম্ভের পবিত্র মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করে মা গঙ্গার পবিত্র জল কসবেশ্বরী মায়ের মন্দির ও দীঘিতে নিবেদন করতে যাচ্ছেন বিধায়ক অন্তরা। ১৪৩বছরের জন্য এই পৃথিবীকে আবার অপেক্ষায় বসতে হবে, কেননা বুধবার শেষ হয়ে গেল এই শতাব্দীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রয়াগরাজ মহাকুম্ভ। মহা শিবরাত্রির পবিত্র দিনে শেষ হল ১৪৩ বছর পর আয়োজিত প্রয়াগরাজের মহাকুম্ভ। শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষের আস্থা জাগিয়ে গত ১৩ জানুয়ারি প্রয়াগরাজ মহাকুম্ভ শুরু হয়েছিল। শারীরিক অসুস্থতার মধ্যেও কমলাসাগরের বিরায়ক অন্তরা সরকার দেব মহাকুম্ভের শেষ লগ্নে পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজে পৌঁছান। রবিবার মহা কুম্ভমেলায় গঙ্গা নদীর তীরে বসে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত শুনেন তিনি। পরে বাধা বিভক্তির মধ্যেও সন্ধ্যায় পৌঁছেন ভারত সেবাশ্রম সংঘের তাবুতে। রাত কাটিয়ে সকাল সকাল পৌঁছে যান মহাকুম্ভুর পূর্ণ স্নানে। মহা কুম্ভ নিয়ে তিনি বলেন হয়তো সঠিকভাবে সংখ্যা বলা কঠিন তবে লক্ষ লক্ষ মানুষের ভিড় যেন আছড়ে পড়েছে প্রয়াগরাজে। মহাকুম্ভ শেষ লগ্ন পূর্ণ লাভের জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন এই পবিত্র প্রয়াগরাজে। এবারের এই মহা কুম্ভ মেলায় ঘটনার পাশাপাশি অনেক অঘটন ঘটে গেছে। যোগী সরকার যথেষ্ট চেষ্টা করেছেন তাই শেষ শাহি স্নান যেন ভালো ভালোই শেষ হয় শতাব্দীর এই ঐতিহাসিক মহা কুম্ভের। অন্তরা দেবী বলেন আমিও অপেক্ষায় ছিলাম প্রয়াগ রাজ মহাকুম্বে সমুদ্র মন্থন থেকে উঠে আসা সেই কুম্ভ থেকে যে অমৃতের ফোটা এই প্রয়াগরাজে পড়েছিল সেই অমৃত নিয়ে কসবেশ্বরী মায়ের কাছে ফিরতে। মহাকুম্বের শাহী স্নান সেরে ত্রিবেণী সঙ্গমের অমৃতের ফোটা নিয়ে বুধবার রাজ্যে পৌঁছান বিধায়ক অন্তরা দেবী। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায ত্রিবেণী সঙ্গমের জল মহাকুম্ভের পবিত্র মুহূর্তে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল কসবেশ্বরী মায়ের মন্দির ও দীঘিতে নিবেদন করবেন তিনি। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন কমলাসাগরের নবনিযুক্ত মন্ডল সভাপতি কাজল সরকার সহ কমলাসাগর বিধানসভার দলীয় কর্মী সমর্থকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ