আগরতলা, ২২ ফেব্রুয়ারী : প্রদেশ কিষান মোর্চার কৃষক সম্মাননা কার্যক্রমকে সামনে রেখে ৪৪নং রাইমাভেলি মন্ডল কিষান মোর্চার উদ্যোগে গন্ডাছড়া কমিউনিটি হলে কৃষক সম্মেলন ও সম্মাননা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে সভার শুভারম্ভ করেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, প্রদেশ কিষান মোর্চার সম্পাদক বীরসিং জমাতিয়া প্রদেশ মহিলা নেত্রী সতী চাকমা সানোয়াল, প্রদেশ কিষান মোর্চা সদস্য গোপাল সরকার প্রমূখ। সভায় স্বাগত ভাষণ রাখেন ৪৪ রাইমাভেলি মন্ডল কিষান মোর্চা সভাপতি দরবাশা চাকমা মহাশয়।
বিশেষ অতিথির ভাষণে বিজেপি ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা কেন্দ্রীয় বাজেটের বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন প্রধানমন্ত্রী যে চারটি সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন যুবক কৃষক মহিলা ও গরীব এই চার সম্প্রদায়ের মানুষের জন্য এই বাজেট ঐতিহাসিক। মহিলাদের ক্ষমতায়ন যুবকদের রোজগারের ব্যবস্থা কৃষকের জন্য সহায়তা এবং সর্বোপরি গরিব মানুষের উত্থানের জন্য এই বাজেটে অনেক কিছু প্রাবধান রাখা হয়েছে। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় ২০১৪ সন থেকে কেন্দ্রের বিজেপি সরকার কৃষকের জন্য যেসব প্রকল্প হাতে নিয়েছেন তার বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার কিষান সম্মান নিধির ১৯ নং কিস্তি বাবত ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ভারতের ৯ কোটি ৭০ লক্ষ কৃষকের খাতায় ২২ হাজার কোটি টাকা সরাসরি পাঠিয়ে দেবেন। আমাদের রাজ্যের দুই লক্ষ ৭৭ হাজার ৯৭০ জন কৃষক কিষান সম্মান নিধির ১৯ নং কিস্তিতে মোট ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা পাবেন। তিনি বলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর পদাঙ্ক অনুসরণ করে বিজেপি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি রাজীব ভট্টাচার্যর অনুমতি ক্রমে কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি ত্রিপুরার কৃষককে সম্মাননা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে। গত সাড়ে ছয় বছরে ত্রিপুরার কৃষকের আর্থিক অবস্থা অনেকটাই সমৃদ্ধশালী হয়েছে আমরা খাদ্য শস্য উৎপাদনে রেকর্ড গতিতে এগিয়ে যাচ্ছি এবং এআরসি পদ্ধতিতে আলু উৎপাদনে এক বিপ্লবিক পরিবর্তন এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা মহাশয়ের নেতৃত্বে এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথ এর দিকনির্দেশনায় ত্রিপুরা কৃষিতে স্বয়ংভর এর পথে এগিয়ে যাচ্ছে। সভায় রাইমাভেলি মন্ডলের ১৩ জন প্রবীণ কৃষককে সম্মাননা প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ