Advertisement

Responsive Advertisement

বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিলেন কর্পোরেটর সান্তনা সাহা


আগরতলা, ২২ ফেব্রুয়ারী : প্রতিবছর বন্যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাটাখালের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত অসাধারণ মানুষদের। বন্যার জলে তোরে অনেকের ঘরবাড়ি উৎসাহ প্রায় সব কিছু ধুয়ে নিয়ে যায়। তখন এইসব মানুষের অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়। এ বছরও বন্যার কবলে পড়ে কাটা সংলগ্ন এলাকার দুটি পরিবারের সবকিছু চলে যায় তাই তারা বাধ্য হয়ে পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি সেন্টারে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এলেন এলাকার কর্পোরেটর সান্তনা সাহা। তিনি পুর নিয়ম কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ওই ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের জন্য দুটি ফ্ল্যাটের ব্যবস্থা করেন। শনিবার এই ফ্ল্যাটের চাবি গুলো দুটি পরিবারের হাতে তুলে দেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান করার জন্য দুটি পরিবারের তরফে সান্তনা সাহাকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে কর্পোরেটর হিসেবে সান্তনা সাহার কাজের প্রশংসা করেন তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ