আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : সোমবার থেকে শুরু হল ৭ দিনব্যাপী এস টি আর ওয়াই প্রোগ্রাম। রাজধানী আগরতলার অরুন্ধতী নগর এলাকার রাজ্যভিত্তিক কৃষি গবেষণা কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়েছে। বাছাই করা ২৮ জন কৃষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। মোহনপুর কৃষি মহকুমার কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের বাছাই করা প্রাকৃতিক কৃষির সঙ্গে যুক্ত কৃষকদের নিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই কর্মসূচি চলবে মোহনপুর মহকুমার কৃষক জ্ঞান অর্জন কেন্দ্রতে। শিক্ষামূলক ভ্রমণও থাকবে এই কর্মসূচিতে।
সোমবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে স্থানীয় যুগ্ম অধিকর্তা ড. উত্তম সাহা, কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত বর্ধন, কৃষি সুপার রবি সরকার, মোহনপুরের সেক্টর অফিসার, এ টি এম, বি টি এম সহ কৃষিবিজ্ঞান কেন্দ্রের সকল গবেষকরা এতে অংশ গ্রহণ করেন। প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আলোচনা করতে গিয়ে ড. সাহা, বিজ্ঞানভিত্তিক প্রাকৃতিক চাষের বিভিন্ন তথ্য তুলে ধরেন। প্রশিক্ষণ শিবিরের সমন্বয়কারী মৌসুমী দাস সহ অধিকর্তা প্রশিক্ষণের বিস্তারিত কার্যাবলীর বর্ণনা দেন। অনুষ্ঠানের শেষ লগ্নে অন্নদাতা দের হাতে কলমে প্রাকৃতিক চাষের সঙ্গে যুক্ত জীবাআম, বিজামরিত প্রস্তুতির পদ্ধতি নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে এই গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী অনিতা শর্মা অন্নদাতাদের প্রশিক্ষণ শিবিরের নানা বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক পরিচালনা দেখে কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের সকলে খুশি।
0 মন্তব্যসমূহ