Advertisement

Responsive Advertisement

পশ্চিম জেলাশাসক অফিস চত্বরে TRLM- র বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল


আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পশ্চিম জেলা শাসকের অফিস প্রাঙ্গনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উৎপাদিত পণ্যের বিপণন কেন্দ্রের উদ্বোধন হলো। কেন্দ্র সরকার এবং রাজ্যের বর্তমান সরকার মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গ্রামীন এলাকার মহিলাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের কুটির শিল্প জাতি এবং হস্ত নির্মিত সামগ্রী তৈরীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই সরকার নিজেদের দায়িত্ব থেকে সরে আসছে না। এই পণ্য গুলি কি করে দেশ-বিদেশের মানুষের কাছে বিক্রি করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ জীবিকা মিশনের উৎপাদিত পণ্য সামগ্রী গুলি বিক্রি করার জন্য রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় স্টল খুলে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে পশ্চিম জেলা শাসকের অফিস প্রাঙ্গনে সুসজ্জিত একটি বিপণন কেন্দ্র চালু করা হয়। এই বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, পর্যটন দপ্তরের ডিরেক্টর প্রশান্ত বাদল নেগী, আর ডব্লিউ ডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেববর্মা সহ অন্যান্যরা। 
 সুসজ্জিত এই স্টলে স্ব সহায়ক গোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করা হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে পর্যটন দপ্তরের ডিরেক্টর প্রশান্ত বাদল নেগী পশ্চিম জেলা শাসকের অফিসের অতিরিক্ত জেলাশাসক হিসেবে থাকাকালীন সময়ে এই বিপণন কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। যে সকল মহিলাদের কে এই বিপণন কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তারা খুশি ব্যক্ত করেন এবং পশ্চিম জেলা প্রশাসন ও গ্রামীণ জীবিকা মিশনকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ