আগরতলা, ২ মার্চ : আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২১নং বুথে বাসিন্দা আশিস গোস্বামী মাত্র ৫৩বছর বয়সে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেন। বৃহস্পতিবার ওনার বৃদ্ধ মা ও পরিবারের সাথে দেখা দেখা করে তাদেরকে সান্ত্বনা দেন আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা
0 মন্তব্যসমূহ