Advertisement

Responsive Advertisement

দোল উৎসব ঘিরে রাজধানীতে জমে উঠেছে রঙের বাজার






আগরতলা, ১৩ মার্চ: আজ দোল আর শনিবার হোলি অর্থাৎ রং খেলা। তার আগে রং এর বাজার বেশ জমে উঠেছে। খোলা রঙ থেকে প্যাকেটের আবির, পিচকারি সব কিছুরই ভালো চাহিদা আছে বাজারে। বসন্ত কালে হোলির উৎসব এর বিকল্প নেই। একে অপরকে রাঙিয়ে দেওয়ার আগে আরাধ্য দেবতার চরণে ধর্ম প্রাণ মানুষ আবির উৎসর্গ করেন। শুক্রবারে দোল উৎসব। আর তার পরদিন হবে হোলি কিংবা রং খেলা। বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় জমে উঠেছে রং এর ব্যবসা। সব ধরণের রং এর ব্যাপক চাহিদা রয়েছে। পাইকারি থেকে খুচরো বেবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এই বছর ভালো চাহিদা আছে রঙের। বাজারে যোগানও যথেষ্ট। নানা রকম খোলা আবির থেকে প্যাকেটের রং , বাহারি পিচকারি , রঙ্গিন চুল সবই আছে বাজারে। চাহিদাও আছে বেশ। ব্যবসায়ী নিজেরাই তা স্বীকার করছেন। 
রঙের উৎসব এমনই এক উৎসব তাতে শিশু থেকে প্রবীণ সব বয়সীরাই সামিল হন। তাই বাজারে শিশু থেকে মাঝ বয়সী , প্রবীণ সবাইকেই দেখা যায়। দোল উৎসবে ধর্মপ্রাণ মানুষ আরাধ্য দেবতাকে আবির দেন। অনেক মন্দিরে দোল পূর্ণিমা ঘিরে উৎসব হয়। তাই যে যার সাধ্যমতো পছন্দের রং কিনে নিচ্ছেন। 
হোলির উৎসব যেন সবার মধ্যে সুখ সম্প্রীতি ও আনন্দ বয়ে আনে এখন এই কামনাই সবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ