Advertisement

Responsive Advertisement

পেঁপে চারা রোপণের সময় ও রোপণ পদ্ধতি


১. মৌসুমের শুরুতে অর্থাৎ - ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে চারা রোপণের উত্তম সময়। এসময় গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। অল্প দিনেই কাঁচা ফল পাওয়া যায়।
২. মৌসুমের শেষে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেও রোপণের ভালো সময়।‌ 

*যেভাবে পেঁপে চারা রোপণ করলে অধিক ফলন পাওয়া যাবে- পেঁপে চারা সোজা করে রোপণ না করে দক্ষিণমুখী করে কিছুটা বাঁকা করে (৪৫° কোণের মতো) রোপণ করতে হয়। যদিও কিছু দিন পর চারার মাথাটি সোজা হয়ে উপরের দিকে উঠে যায়। 
ফলাফল স্বরূপ - 
• চারার গোড়া অধিক মোটা হয় 
• গাছ দ্রুত লম্বা লিকলিকে না হয়ে খাঁটো থাকে আর গঠন কাঠামো শক্তিশালী হয় 
• গাছ খাঁটো অবস্থায় ফুল ফল দেয় 
• গাছের গোড়া থেকে অধিক পরিমাণে শিকড় বের হয় 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ