আগরতলা, ১৮ মার্চ : বেবিকর্ন চাষ করে ব্যাপক ভাবে লাভবান হচ্ছেন উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার একাংশ কৃষক। কৃষিতে বৈচিত্র আনার লক্ষ্য এবং কৃষকদেরকে আর্থিক ভাবে লাভবান করার জন্য রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর চিরাচরিত ফসল এবং শস্যের পাশাপাশি নতুন নতুন ফল সবজি এবং উন্নত প্রজাতির ফসল এনে রাজ্যের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজ্য জুড়ে বেবিকর্ন চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কাঞ্চনপুর কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় বেবিকর্ন চাষ করা হচ্ছে। মহকুমা কৃষি আধিকারিক কবীর দেববর্মা জানান শুকনাছড়া ক্লাস্টারে দুই হেক্টর জায়গা জুড়ে বেবিকর্ন চাষ করা হচ্ছে, এই গাছ গুলি ডিসেম্বর মাসের শেষ দিকে লাগানো হয়ে ছিল। ইতিমধ্যে কৃষকরা তিন দফায় দুই হাজার কেজির বেশি ফসল জমি থেকে সংগ্রহ করে বিক্রি করে নিয়েছেন, আরো এক হাজার কেজি ফসল সংগ্রহ করে বিক্রি করার আশা ব্যক্ত করছেন কৃষকরা। শুধুমাত্র ফসল বিক্রি করেই শেষ নয়। বেবিকর্নের গাছগুলিকেও কৃষকরা বিক্রি করবেন। মূলত গো খাদ্য হিসেবে গাছগুলি ব্যবহার করা হয়। এক একটি গাছ আড়াই টাকা করে বিক্রি করবেন বলেও জানান কবীর দেববর্মা। ফসলের উৎপাদনে খুশী কৃষকরা।
0 মন্তব্যসমূহ