Advertisement

Responsive Advertisement

বনকুমারীর সমর স্মৃতি ভবনে মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসব অনুষ্ঠিত



আগরতলা ১৯ মার্চ : দেশের সনাতন ধর্ম ও সংস্কৃতিকে রক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, বুধবার রাজধানীর যোগেন্দ্রনগর বনকুমারির সমর স্মৃতিভবনে মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের উদ্বোধন করে এই আহ্বান জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,স্থানীয় কর্পোরেটর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের আয়োজন করা হয়। রাজধানীর যোগেন্দ্রনগরের বনকুমারীর সমর স্মৃতিভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আমাদের দেশের ধর্ম ও সংস্কৃতি বহু প্রাচীন, দেশের সমৃদ্ধ সংস্কৃতিকে অনুসরণ করে এই গোটা বিশ্ব চলছে। এই সনাতন ধর্ম ও সুপ্রাচীন সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে ।তিনি আরো বলেন, এই সনাতন ধর্ম ও প্রাচীন সংস্কৃতিকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
এই রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দল বিভিন্ন পুথি ও পাঁচালী নিয়ে অংশগ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ