আগরতলা, ২ মার্চ : রবিবার করমছড়া মন্ডলে মহিলা স্বস্তিকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। তিনি বলেন দেশের মহিলাদের সরস্বতীকরণ করার জন্য এখন একের পর এক কাজ চলছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নিজে মহিলাদেরকে স্বশত্তিকরণ করার জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন। সহায়ক গোষ্ঠী গঠন থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা সবকিছুতেই মহিলাদের যুক্ত করা হচ্ছে। গত সাত বছরের রাজ্যের যে উন্নতি হয়েছে তার জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা উল্লেখযোগ্য।
তিনি আরো বলেন মোর্চার পক্ষ থেকে প্রতিটি জেলায় জেলায় কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচি গুলিতে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত। মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে এই সকল কর্মসূচি গুলিতে আসছেন। প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার মহিলাদের কল্যাণে একের পর এক কাজ করার জন্য তাদের মধ্যে এই উচ্ছ্বাস এবং আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। মহিলারা অর্থনৈতিকভাবে সশপ্ত হচ্ছে তাই তারা বিজেপির দিকে এগিয়ে আসছে, কারণ বিজেপি সরকারি তাদের জন্য এই সকল কাজ করছে। বামেরা বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন বিজেপি ফ্যাসিস্ট, তিনি চ্যালেঞ্জ করে বলেন কিভাবে বিজেপি ফসিস তা যেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রমাণ করে দেখান। মজুমদার আলো বলেন ২০১৮ সালের আগে পর্যন্ত ত্রিপুরা রাজ্যের ফেসিস্ট সুলভ সরকার চলছিল। মহিলাদের উচ্চাশ বলে দিচ্ছে তারা শুধুমাত্র বিজেপি সরকার কে চায় বামেদেরকে আর কোনদিন দেখতে চায় না তারা। ত্রিপুরা রাজ্যের অগ্রগতি বামেদের সহ্য হচ্ছে না তাই এ ধরনের কুৎসা রটাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
0 মন্তব্যসমূহ