আগরতলা, ২১মার্চ: বৈষ্ণব সম্প্রদায় ধর্মীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কোন চর্চা নেই বললেই চলে, তাই তাদের কাছে তেমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যেতে সচরাচর দেখা যায় না। তবে তাদের কথা ভুলেননি প্রাক্তন বিধায়িকা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। শুক্রবার রাজধানী আগরতলার সুভাষনগর ও মধ্য প্রতাপগড়ে বৈষ্ণব সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছু সময় তাদের সঙ্গে গল্প করেন, তাদের নানা কথাও প্রাণ ভরে শুনেন এবং তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এমন একজন সমাজসেবীকে কাছে পেয়ে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষও প্রাণ খুলে গল্প করেন, দুই হাত ভরে আশীর্বাদ করেন।
এদিনের এই সুন্দর অনুভূতি গুলির কথা মিমি মজুমদার তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরেন। এদিনের এই অনুভূতিগুলি তুলে ধরতে গিয়ে মিমি মজুমদার লিখেন, “জীবের স্বরূপ হইতে সেবা করাই তার ধর্ম”’।
আজ সুভাষনগর ও মধ্য প্রতাপগড়ে বৈষ্ণব সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে সৌভাগ্য হলো এক হৃদয়স্পর্শী সাক্ষাতের।
তাঁদের সরলতা, ভক্তি ও আস্থার আলোয় আজকের দিনটি বিশেষ হয়ে উঠল।
কৃষ্ণভাবনামৃতের আলোয় উদ্ভাসিত এই মায়েদের চোখে দেখলাম আত্মশুদ্ধির, সেবার ও সংস্কৃতির এক অপূর্ব প্রতিচ্ছবি।
0 মন্তব্যসমূহ