আগরতলা, ২১ মার্চ : রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এলাকার একটি হোটেল থেকে কোটি টাকা মূল্যের ড্রাগসহ তিন নেশা কারবারিকে আটক করল পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর পশ্চিম জেলা পুলিশ সুপার ড. কিরণ কুমার কে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন।
তিনি জানান বিশেষ সূত্রে তাদের কাছে কবর আছে যে রাজধানীর মঠ চৌমুহনী এলাকার একটি হোটেলে বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে নেশা কারবারিরা রয়েছে এবং সেখানে একটি ডিল হচ্ছে। এই সূত্রের ভিত্তিতে সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং পূর্ব আগরতলা থানার ওসিকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয় এবং এই টিম অভিযান চালায় ও প্রচুর সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয় বলে জানান এস পি।
তিনি আরো জানান, এই চক্রের মূল কিংপিন সাহিদুল হুসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ী আসামের শিলচর এলাকায়। সেই সঙ্গে নয়নমনি নমঃশূদ্র এবং বিশ্বজিৎ বিশ্বাস। এই দুইজনের বাড়ী ধলাই জেলার কমলপুর এলাকায়। তাদের কাছ থেকে মোট ১লাখ ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, এগুলি মোট ১১টি প্যাকেটে করে ট্রলি ব্যাগে। এগুলির মূল্য প্রায় সাড়ে ৫কোটি টাকা।
0 মন্তব্যসমূহ