Advertisement

Responsive Advertisement

রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র ঘুরে দেখে খুশি স্ব সহায়ক দলের প্রতিনিধিরা


আগরতলা, ৭ মার্চ : উদ্যান এবং বাগিচা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক এবং স্ব সহায়ক গোষ্ঠীর সদস্যরা পরিদর্শন করতে আসেন রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে। সেই সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে প্রতিদিনই রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা আসেন এখানে। শুক্রবার পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া ব্লকের ত্রিপুরা লাইভলি হোড মিশনের অধীনে মা সারদা হস্তশিল্প স্ব সহায়ক দলের সদস্যরা এই গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন। গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাগরিকা ভট্টাচার্যী সহ অন্যান্য আধিকারিক এবং কর্মচারী তাদেরকে বিভিন্ন প্লট, কি করে নার্সারি গড়ে তুলতে হয় এবং রক্ষণাবেক্ষণ করতে হয়, গাছের কলম করতে হয় ইত্যাদি দেখান। এই স্ব সহায়ক দলের নেত্রী স্বরসতী দাস জানান এখানে এসে তিনি তাদের দলের সদস্যরা নতুন অনেক কিছুই শিখতে পেরেছেন। এইজন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ