Advertisement

Responsive Advertisement

এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত


আগরতলা, ৩১ মার্চ : রাজধানী আগরতলার এম.বি.বি. কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভার সভাপতিত্ব করেন এন.সি. শর্মা। নতুন কমিটিতে মোট ২৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন, যার মেয়াদ ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত নির্ধারিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ডা: ভোলানাথ সাহা, সচিব হিসেবে তমাল পাল এবং কোষাধ্যক্ষ হিসেবে ড: সায়ন সাহা নির্বাচিত হয়েছেন। সভায় অ্যালামনি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রমের বিস্তার এবং সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত সভাপতি ডা: ভোলানাথ সাহা সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে যে নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও সুসংহত হবে এবং অ্যালামনিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তমাল পাল সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ