Advertisement

Responsive Advertisement

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের সবকটি সরকারি প্রতিষ্ঠানের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়


আগরতলা, ৭ মার্চ : প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্য জুড়ে ওই দিনটি পালন করা হয়। কিন্তু এবছর ৮ মার্চ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। তাই ৭ মার্চ শুক্রবার রাজ্যের প্রতিটি দপ্তরের প্রতিটি সরকারি অফিসের নারী দিবসের শপথ গ্রহণ করা হয়। মূলত নারী সুরক্ষা, ন্যায়বিচার এবং সমতার অধিকার দেওয়ার বিষয়ে শপথ নেন এদিন নারী-পুরুষ সকলে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র, স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন সহ অন্যান্য অফিস গুলিতেও এই শপথ বাক্য পাঠের কর্মসূচির আয়োজন করা হয়। অফিস গুলির আধিকারিক থেকে শুরু করে সকল স্তরের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ