আগরতলা, ৭ মার্চ: ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের 'হিন্দি সালাহকার কমিটি'র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজ্য থেকে রাজ্যসভার একমাত্র সাংসদ রাজীব ভট্টাচার্য। এই জন্যএজন্য তিনি নরেন্দ্র মোদী, রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী কিরেন রিজিজু জিকে আস্থা ও নির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন -
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের 'হিন্দি সালাহকার কমিটি'-এর সদস্য হিসেবে মনোনীত হয়ে আমি গৌরবান্বিত।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখর জি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডা জি, এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী কিরেন রিজিজু জিকে আস্থা ও নির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
0 মন্তব্যসমূহ