Advertisement

Responsive Advertisement

রাজ্যের বিমান পরিষেবার একগুচ্ছ পরিকল্পনা কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দিলেন সুশান্ত চৌধুরী


আগরতলা, ৩ মার্চ : আগরতলা থেকে মুম্বাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু, আগরতলা নয়াদিল্লী রুটে আরো বিমানের সংখ্যা বৃদ্ধি, আগরতলার এমবিবি বিমানবন্দরকে অতি শীঘ্র আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা সহ একগুচ্ছ দাবি নিয়ে সোমবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী রাম মহান নাইডু কিনজারাপু'র সাথে সাক্ষাৎ করেন রাজ্য সরকারের পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের মন্ত্রী প্রথমে কেন্দ্রীয় মন্ত্রীকে ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি রেপ্লিকা এবং রিশা রাজ্যবাসীর তরফে উপহার হিসেবে তুলে দেন । 
সেই সঙ্গে তিনি আরো জানান, রাজ্যের বিমান যাত্রীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে বিমানযাত্রীদের উপর আর্থিক বোঝা কমানোর জন্য আকাশছোঁয়া বিমান ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন। পাশাপাশি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আরো নতুন বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান। 
কেন্দ্রীয় মন্ত্রী শীঘ্রই দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর সরজমিনে পরিদর্শনে আসবেন বলে জানান এবং রাজ্যের বিমান যাত্রীদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিমান ভাড়ার একটি মাপকাঠি ও সীমারেখা সংক্রান্ত নীতি-নির্দেশিকা বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন বলে জানিয়েছেন মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ