Advertisement

Responsive Advertisement

টেপানিয়া এগ্রি সাবডিভিসানে এআরসি আলুর ফল অনেক খুশি চাষিরা


আগরতলা, ৪মার্চ : টিস্যু কালচারের মাধ্যমে গ্রিনহাউসে উৎপাদিত চারাগাছ, যা অ্যাপিকেল রুটেড কাটিং তথা এ আর সি আলুর উৎপাদন ক্ষমতা মূল্যায়ন করার উদ্দেশ্যে মঙ্গলবার টেপানিয়া এগ্রি সাবডিভিসানের অন্তর্গত পশ্চিম ধজনগর গ্রাম পঞ্চায়েতে ফসল কাটার পরীক্ষা অর্থাৎ ক্রাপ কাটিং এক্সপেরিমেন্ট কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই পরীক্ষায় সফল হিসাবে আলুর ফলন পাওয়া যায় প্রতি হেক্টরে ৩৮ মেট্রিক টন। সেখানে সাধারণ আলুর গড় ফলন ১৯ মেট্রিক টন। এই পরীক্ষামূলক গ্রুপ কাটিং এক্সিপিরিমোট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ, সহকারি পরিচালক অরিন মজুমদার, এ আর সি প্রকল্পের সায়েন্টিস্ট রঙ্গনাথ, প্রজেক্ট পরামর্শদাতা সোমপ্রকাশ আচার্য্য, কৃষকরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে অ্যাপিকেল রুটেড কাটিং তথা এ আর সি আলু চাষের পদ্ধতি রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ নিজে তৎপরতার সঙ্গে রাজ্যে এই প্রযুক্তি নিয়ে আসেন এবং যার ফল ইতিমধ্যে রাজ্যের কৃষকরা পাচ্ছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ