Advertisement

Responsive Advertisement

পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে ধৃত দুই দাগি চোর, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী


আগরতলা, ১৯ মার্চ : রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে দুই দাগি চোরকে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়। বুধবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এই খবর জানিয়েছেন। ধৃতরা হলো বলরাম দাস ও সুখেন ঋষি দাস। বনমালিপুর এলাকায় এক দোকানে চুরি করে এরা। তাছাড়া উমা মহেশ্বর মন্দিরে প্রনামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায়। যথারীতি মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম তদন্তে নামে। শেষ পর্যন্ত আটক করা হয় বলরাম ও সুখেনকে। তাদের কাছ থেকে চুরি যাওয়া দুইটি গ্যাসের সিলিন্ডার ও প্রণামী বাক্সের ১ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের সঙ্গে আর করা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে। উল্লেখ্য সম্প্রতি বেশ কয়েকটি পুলিশি সাফল্যের কথা তুলে ধরেছেন এসডিপিও। পুলিশের কাজে শহরবাসী অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ