আগরতলা, ১৮ মার্চ : চাকরির নিশ্চয়তা সহ চাকরি সংক্রান্ত বেশ কিছু দাবি-দাবাকে সামনে রেখে যৌথভাবে ডেপুটেশনে মিলিত হলো বিএমএস ও টিআরএলএম কর্মচারী সংঘ।
ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস'র উদ্যোগে এবং বিএমএস অনুমোদিত টিআরএলএম কর্মচারী সংঘের ছয় দফা দাবি সনদকে কেন্দ্র করে এই ডেপুটেশন দেওয়া হয়। উভয় সংগঠনের মোট সাতজন যৌথ প্রতিনিধি দল ত্রিপুরা রুরাল লাইভলীহুড মিশনের সি ই ও অজিত শুক্ল দাস'র সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হন এবং দাবি সনদ তুলে দেন। এই প্রতিনিধি দলের ছিলেন বরিষ্ঠ নাগরিক ও পেনশনার্স সংঘ, ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা অখিল ভারতীয় সহ-সভাপতি রণজিত দে, ঠেকা মজদুর সংঘ'র ত্রিপুরা প্রদেশের প্রভারি উত্তম সরকার, ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলার সহ-সভাপতি চন্দন সূত্রধর। টি আর এল এম কর্মচারী সংঘের সভাপতি পলাশ রুদ্রপাল, সাধারণ সম্পাদক আকাশ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ মোনামি ভট্টাচার্যী। সোমবার সন্ধ্যার এই ডেপুটেশনের সময় প্রস্তাবিত ছয় দফা দাবি সনদ উত্থাপন করা হয় অজিত শুক্ল দাস'র নিকট। তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে এই দাবিগুলি যথাযথ ভাবে সরকারের গোচরে নিয়ে যাবেন।
ডেপুটেশন শেষে বেরিয়ে আসার সময় উপস্থিত প্রতিনিধিরা জানান, সি ই ও এর সঙ্গে কথা বলে তারা সন্তুষ্ট হয়েছেন। সেই সঙ্গে তারা আরো জানান
টি আর এল এম কর্মচারীগণ ভারতীয় মজদুর সংঘের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করার মতো। ভবিষ্যতে বি এম এস-এর মতাদর্শে পরিচালিত হয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ