Advertisement

Responsive Advertisement

২ লক্ষাধিক টাকার ব্রাউন সুগারসহ চার নেশা কারবারি আটক



আগরতলা, ১১ মার্চ : নেশা বিরোধী অভিযানে নেমে সোমবার ১৫ গ্রাম ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে গ্রেপ্তার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। এই অভিযানে নেশা কারবারে ব্যবহৃত একটি স্কুটি, একটি বাইক এবং একটি অটো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নেশা সামগ্রীর মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়।
পশ্চিম জেলায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এই জেলার দশটি থানা এলাকায় চলছে এই অভিযান। রাজধানীর পূর্ব থানার পুলিশও দুইটি দলে বিভক্ত হয়ে এই নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এর একটি দল রয়েছে সাদা পোশাকে এবং অন্য দলটি রয়েছে পুলিশ ইউনিফর্মে। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। অন্যান্য দিনের মতো সোমবারও থানার দুটি দল নেশা বিরোধী অভিযান চালায়। অভিযানে রাজধানীর লালমাটিয়া, ধলেশ্বর এবং আশ্রম চৌমুহনী এলাকা থেকে চার ড্রাগ পেডেলারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল আব্দুল হোসেন, অমিতাভ মজুমদার, মিঠু মজুমদার এবং পিন্টু মিয়া। অভিযানে নেশা কারবারে ব্যবহৃত একটি বাইক, একটি স্কুটি এবং একটি অটো আটক করতে সক্ষম হয় পুলিশ।যদিও অটো চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিন পূর্ব আগরতলা থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানান তিনি। উল্লেখ্য ,গত বেশ কিছুদিন ধরে পশ্চিম জেলার অধীন ১০টি থানার উদ্যোগে নেশা বিরোধী অভিযান চলছে। এতে ধরপাকড় চলছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ