Advertisement

Responsive Advertisement

আগরতলা পর্যন্ত রেলের ডাবল লাইন স্থাপনের সার্ভে চলছে : সুশান্ত চৌধুরী



আগরতলা, ২৭ মার্চ: রাজধানী আগরতলা থেকে সারা দেশের সঙ্গে ট্রেন পরিষেবায় আরো গতি আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে। আসামের বদরপুর থেকে আগরতলা পর্যন্ত রেলপথ কে ডাবল নাইনে যুক্ত করার লক্ষ্যে এখন সার্ভের কাজ চলছে বলে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে জানিয়েছেন শুভ্রা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে ত্রিপুরা রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তের সাব্রুম পর্যন্ত ব্রডগেজ ট্রেন লাইন পরিষেবা রয়েছে। বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্যে ইতিমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষা মূলক ভাবে আসাম থেকে ধর্মনগর পর্যন্ত ট্রেন চালানো হয়েছে। তবে আগরতলা থেকে আসামের বদরপুর পর্যন্ত ট্রেনের সিঙ্গল লাইন রয়েছে তাই ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছুটা দেরি হয়, এই সমস্যার সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন থেকে দাবি উঠে আসছিল ত্রিপুরা রাজ্যের রেল পথকে ডাবল নাইনে উন্নীত করার। মানুষের দাবির কথা চিন্তা করে রেলমন্ত্রক ইতিমধ্যে ডাবল লাইন স্থাপনের জন্য জরিপের কাজ শুরু করে দিয়েছে। এবছরের জুন জুলাই মাসের মধ্যে সার্ভের কাজ সম্পন্ন হয়ে যাবে। এর পরবর্তী পর্যায়ে আরো একটি ট্র্যাক নির্মাণ করার কাজ শুরু করবে রেলমন্ত্রক বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ