Advertisement

Responsive Advertisement

পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে কর্মচারীদের সংবর্ধিত করা হলো


আগরতলা, ২০মার্চ: সরকারি কর্মচারীদের তাদের দায়িত্বশীলতা স্মরণ করিয়ে দিতে এবং কাজের প্রতি আরো আগ্রহী করে তোলার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবার পশ্চিম জেলা প্রশাসনের তরফে জেলার বিভিন্ন স্তরে কর্মরত কর্মচারী এবং আধিকারিকদের সংবর্ধিত করা হয় জেলা প্রশাসনের তরফে। পশ্চিম জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ডা বিশাল কুমার, দুই অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন ব্লকের বিডিও অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা। দায়িত্বশীলতা পালনের নিরিখে জেলার অন্তর্গত বিভিন্ন অফিসের আধিকারিক এবং কর্মচারীদেরকে কর্তব্য পালনের নিরিকে জেলাশাসক নিজে সংবর্ধনা পত্র তুলে দেন। জেলা প্রশাসনের তরফে এমন উদ্যোগের জন্য কর্মচারীরা খুশি ব্যক্ত করেন পাশাপাশি ধন্যবাদ জানান। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ