Advertisement

Responsive Advertisement

৬০শতাংস দিব্যাঙ্গ হলেই ভাতা দিচ্ছে রাজ্য সরকার : মন্ত্রী টিংকু রায়


আগরতলা, ১২ মার্চ : রাজ্য সরকার পরিকল্পনা করছে দৃষ্টি দিব্যাঙ্গদের দক্ষতা বৃদ্ধির জন্যে একটি সেন্টার চালু করার। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্যোগ নিতে হবে। বর্তমানে রাজ্য সরকার যে পাকা ভবনগুলি করছে সেগুলিতে দিব্যাঙ্গদের জন্যে সব ব্যবস্থা রাখা হচ্ছে। কথাগুলি বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। 
বুধবার আগরতলায় শিশু উদ্যানে দিব্যাঙ্গদের জন্যে পশ্চিম জেলা ভিত্তিক পার্পেল ফেয়ারের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের প্রথম লক্ষ্য হচ্ছে সবাইকে সাবলম্বী করে তোলা। তিনি দিব্যাঙ্গদের উৎসাহ বৃদ্বির জন্যে পেরা অলিম্পিকে স্বর্ণা পদক জয়ী দেশের গর্ব শীতল দেবীর প্রসঙ্গ টানেন। মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার ৬০ শতাংস দিব্যাঙ্গ হলেই ভাতা দিচ্ছে। দিব্যাঙ্গ ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থ্যক নেই। ইচ্ছা শক্তি থাকলেই সব হয়। প্রধানমন্ত্রী চাইছেন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে। আর তা সম্ভব হবে প্রত্যেকটি মানুষের উন্নয়ন হলে। এর জন্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মন্ত্রী এদিন বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে অনেকের সঙ্গেই কথা বলেন। তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। মূলত দিব্যাঙ্গদের উৎসাহ বাড়াতেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ