আগরতলা, ৩০ মার্চ : রাষ্ট্রবাদী ও জনদরদী এই সরকার কাউকে বঞ্চিত করে না ।রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা অনিয়মিত ডি ডব্লিউ এস পাম্প অপারেটর সংঘ আয়োজিত সাংগঠনিক কনভেনশনে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।এই সাংগঠনিক কনভেনশনে রাজ্যের আট জেলার অনিয়মিত পাম্প অপারেটররা উপস্থিত ছিলেন।
রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা অনিয়মিত ডি ডব্লিউ এস পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন, পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রদীপ জ্বালিয়ে এই সাংগঠনিক কনভেনশনের উদ্বোধন করেন তিনি ।কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই সরকার কাউকে বঞ্চনা করে না। এই সরকার রাষ্ট্রবাদী এবং জনদরদী। তিনি জানান, এই সরকার কারোর ব্যক্তিগত বা কোন জাতি বা কোন ধর্মের বা কোন সম্প্রদায়ের সরকার নয়। সরকার সবার মঙ্গলের জন্য কাজ করে ।পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন আপনারা সরকারের উপর ভরসা রাখবেন। এই সরকার আপনাদের দাবি দাওয়ার পক্ষে রয়েছে সেই সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, ইচ্ছে করলেই সবকিছু করা যায় না ।কারণ সরকারকে আইনি গেরাকল এবং সিস্টেমের মধ্য দিয়ে চলতে হয়। মন্ত্রী আরো বলেন,ডি ডব্লিউ এস দপ্তরটি বর্তমানে মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট সচেতন এবং যত্নবান। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই সাংগঠনিক কনভেনশনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন ,সংগঠনের উপর আস্থা রেখে মানুষের জন্য আপনারা কাজ করুন। অনিয়মিত পাম্প অপারেটরদের ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থেকে দেশ গঠনে সাহায্য করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
0 মন্তব্যসমূহ