Advertisement

Responsive Advertisement

রাজধানীতে সদর জেলা কংগ্রেস কমিটির মিছিল এবং ডেপুটেশন অনুষ্ঠিত

 
আগরতলা, ২০ মার্চ :  বিভিন্ন দাবীতে বৃহস্পতিবার রাজধানীর রাজপথে মিছিল সংগঠিত করলো সদর জেলা কংগ্রেস। এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পৌরনিগমের সামনে এসে মিলিত হয় এবং এক প্রতিনিধি দল পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায়, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব নেতা শাহাজাহান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এদিন সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায় সংবাদ মাধ্যমকে বলেন, দেখা যাচ্ছে দিন দুপুরে মন্দির, মসজিদ, বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই বেড়ে চলেছে মশার উপদ্রব , এই মশার উপদ্রবে নাজেহাল রাজধানীবাসী, তাই এই মশার উপদ্রব নির্মূল করতে পৌর নিগমকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহন করার আবেদন রাখেন। তাছাড়া প্রতি বছরই চৈত্র মেলার সময় পুর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হয় , কিন্তু প্রতিবারই শাসক দলের কিছু মাফিয়ারা সেই জায়গা দখল করে নেয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই জায়গা চড়া দামে দেওয়া হয় ব্যবসা করার জন্য তাই নিগমের মেয়রকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন সঠিক ভাবে ব্যবসা করতে পারে সে বিষয়ে নজর দেওয়ার জন্য আহবান রাখেন। তার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিয়মিত আবর্জনা সাফাই, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতিসহ বছরে ২০০দিন টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধির দাবী জানান। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। 
 মশা দমনে পৌর নিগম ব্যর্থ বলে অভিযোগ এনে এদিন মিছিলে অংশগ্রহণকারী দলের কর্মী সমর্থকরা মশারি দিয়ে নিজেদের ঢেকে রাজপথে চলাচল করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ