Advertisement

Responsive Advertisement

মার্কফেডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত


আগরতলা, ২৫ মার্চ : ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের অনুমোদিত মারফেডের ৬৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার বাধারঘাটস্থিত মার্কফেড ভবনে হয় এই রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, ত্রিপুরা মার্কফেড'র চেয়ারম্যান অভিজিৎ দেবসহ অন্যান্যরা। মার্কফেড'র কর্মচারী সহ সমবায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন। এ দিনের এই কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী জানান, বর্তমান সরকার বিভিন্ন ভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি করতে চায়, তাই সমবায় ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। সমবায়ের মাধ্যমে যাতে বিভিন্ন এলাকার মানুষের উন্নতি হয় তাই একের পর এক কাজ করা হচ্ছে। এই সমবায়গুলির মধ্যে মার্কফেড অন্যতম একটি বলেও জানান মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ