Advertisement

Responsive Advertisement

আইজিএম হাসপাতালের জেনেরিক ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য




আগরতলা, ৭ মার্চ : জন ঔষধি দিবস উদযাপন উপলক্ষে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য শুক্রবার রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালের জেনেরিক ঔষধি কেন্দ্র পরিদর্শন করেন। জনঔষধি দিবস উপলক্ষে সরকারের জনঔষধি ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই এদিন আইজিএম হাসপাতালের জনঔষধি কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা সুশান্ত রায় সহ রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
জন ঔষধি ব্যবস্থাকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন যেন ঔষধি কেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সুবিধার কথা চিন্তা করে ২০১৪ সালে এই জনঔষধি ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করে ছিলেন। বিগত ১১ বছরের মধ্যে দেশে প্রায় ১৫ হাজার জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত দশটি জনঔষধি কেন্দ্র রয়েছে। জন ঔষধি কেন্দ্র খোলার মূল উদ্দেশ্য হল মানুষ যাতে অপেক্ষাকৃত কম মূল্যে ঔষধ সংগ্রহ করতে পারেন। এদিনের অনুষ্ঠানটির আয়োজন করেন জেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ